মেসেঞ্জারের ‘চ্যাট হেডস’ সুবিধা বন্ধ করবেন যেভাবে

মেসেঞ্জারছবি: পেক্সেলস

ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত বার্তা, ছবি, ভিডিও পাঠানোর পাশাপাশি কল করেন অনেকে। কিন্তু মেসেঞ্জারের ‘চ্যাট হেডস’ সুবিধা চালু থাকলে কেউ বার্তা পাঠালেই তার ছবিসহ পপআপ স্মার্টফোনের পর্দায় বৃত্তাকারভাবে দেখা যায়, যা চ্যাট হেড নমে পরিচিত। ফলে ফোনে অন্য কাজ করার সময় বারবার পর্দায় এক বা একাধিক ব্যক্তির চ্যাট হেড দেখা গেলে বিরক্ত হন অনেকে। চ্যাট হেডে প্রেরকের ছবি দেখা যাওয়ার কারণে কখনো কখনো অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হয়। তবে চাইলেই মেসেঞ্জারের চ্যাট হেডস সুবিধা বন্ধ রাখা যায়। মেসেঞ্জারের চ্যাট হেডস সুবিধা বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।

মেসেঞ্জারের ‘চ্যাট হেডস’ সুবিধা বন্ধের জন্য প্রথমেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে মেসেঞ্জার অ্যাপ চালু করতে হবে। এরপর ওপরের বাঁ দিকে থাকা তিনটি রেখা মেনুতে ক্লিক করে হ্যামবার্গার মেনু ট্যাপ করতে হবে। এবার প্রোফাইল ছবির পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করে পরের পৃষ্ঠার নিচে থাকা ‘প্রেফারেন্স’ অপশন থেকে চ্যাট হেডস টগলটি বন্ধ করে দিতে হবে। টগলটি বন্ধ থাকলে কেউ বার্তা পাঠালেও তা চ্যাট হেড আকারে দেখাবে না মেসেঞ্জার। একই পদ্ধতি অনুসরণ করে টগলটি চালু করে পুনরায় চ্যাট হেডস সুবিধা ব্যবহার করা যাবে।