ঈদের শুভেচ্ছা জানাতে ফোনে কনফারেন্স কল করবেন যেভাবে

ফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ করা যায়রয়টার্স

ঈদের ছুটিতে আত্মীয়স্বজন বা বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়ার পাশাপাশি ফোন করে কথা বলেন অনেকে। সরাসরি দেখা করলে একসঙ্গে অনেকজনের সঙ্গে গল্প করা যায়। চাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের কনফারেন্স কল-সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব। কনফারেন্স কল করার জন্য ভার্চ্যুয়াল মিটিংয়ের মতো কোনো লিংক তৈরি করতে হয় না। এমনকি ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন নেই। ফোনে কনফারেন্স কল করার পদ্ধতি দেখে নেওয়া যাক

কনফারেন্স কল করার জন্য প্রথমে নির্দিষ্ট নম্বরে কল করতে হবে। প্রাপক কলটি ধরার পর অ্যাড কল বাটনে ট্যাপ করে পরবর্তী নম্বরে ডায়াল করতে হবে। দ্বিতীয় নম্বরের প্রাপক অ্যাড কল থেকে কল গ্রহণের পর মার্জ কল বাটনে ট্যাপ করতে হবে। এরপর কলে যুক্ত সবাই একসঙ্গে কথোপকথনে অংশ নিতে পারবেন। চাইলে একইভাবে দুই বা ততোধিক ব্যক্তিকে যুক্ত করে কনফারেন্স কল করা যাবে। কল শেষ হলে এন্ড কল বাটনে ট্যাপ করতে হবে।