অ্যান্ড্রয়েডের নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহার করবেন যেভাবে
নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহার করে অ্যান্ড্রয়েড-চালিত ফোন, ট্যাবলেট কম্পিউটার থেকে কম্পিউটারে তারের সংযোগ ছাড়াই ফাইল আদান-প্রদান করা যায়। দুটি যন্ত্রের মধ্যে দ্রুত বড় আকারের ফাইল আদান-প্রদানের সুযোগ থাকায় ব্লুটুথ বা ফাইল শেয়ারের অন্যান্য পদ্ধতির বিকল্প হয়ে উঠেছে নিয়ারবাই শেয়ার সুবিধা। অ্যান্ড্রয়েড ৬ এবং উইন্ডোজ ১০ থেকে পরবর্তী অপারেটিং সিস্টেমে এ সুবিধা ব্যবহার করা যায়। নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।
নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহারের জন্য প্রথমে যে দুটি যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদান করতে হবে, সেগুলোর সেটিংস থেকে কানেক্টেড ডিভাইস অপশনে প্রবেশ করে নিয়ারবাই শেয়ার সুবিধা চালু করতে হবে। এরপর স্মার্টফোন থেকে কাঙ্ক্ষিত ছবি বা ফাইল ট্যাপ করে কিছুক্ষণ ধরে রেখে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। এবার নিয়ারবাই শেয়ার অপশন ট্যাপ করে ছবি বা ফাইলের নাম নির্বাচন করলেই অপর যন্ত্রে ফাইল আদান-প্রদানের জন্য অনুমতি চাওয়ার নোটিফিকেশন দেখা যাবে। অন্য যন্ত্র থেকে অ্যাকসেপ্ট বাটনে ট্যাপ করলেই ছবি বা ফাইলটি সেই যন্ত্রে চলে যাবে।
উল্লেখ্য, নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহারের জন্য উভয় যন্ত্রেই ব্লুটুথ এবং লোকেশন সুবিধা চালু রাখতে হবে।