ইউটিউবে ভয়েস সার্চ সুবিধা ব্যবহার করবেন যেভাবে

ইউটিউবে ভয়েস সার্চ করে সহজেই পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যায়রয়টার্স

শিক্ষা, বিনোদন, খেলা, সংবাদ, প্রযুক্তি, সাজসজ্জা, রান্না, ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে। সার্চ অপশনের মাধ্যমে পছন্দের ভিডিও সহজে খুঁজে পাওয়ার সুযোগ থাকায় ইউটিউব এখন অনলাইন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ইউটিউবের সার্চ অপশনে লেখার পাশাপাশি ভয়েস সার্চ করেও পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউবে ভয়েস সার্চ সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক—

ইউটিউবে ভয়েস সার্চ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপের ওপরের ডানদিকে থাকা সার্চ আইকনে ট্যাপ করতে হবে। এরপর সার্চ বক্সের পাশে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করে নির্দিষ্ট ভিডিওর শিরোনাম বা বিষয় উল্লেখ করলেই সার্চ ফলাফলে প্রাসঙ্গিক ভিডিওগুলোর তালিকা দেখা যাবে।

আরও পড়ুন

ইউটিউবের ভয়েস সার্চ অপশনে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে গানের সুর উচ্চারণ করলেই সেই গান সার্চ ফলাফলে দেখা যাবে। এর ফলে গানের শিরোনাম বা কথা ভুলে গেলেও সুরের মাধ্যমে পছন্দের গান খুঁজে পাওয়া যাবে। বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে।

আরও পড়ুন