ইনস্টাগ্রাম প্রোফাইলের কিউআর কোড তৈরি করবেন যেভাবে

ইনস্টাগ্রামছবি: রয়টার্স

ছবি ও ভিডিও আদান-প্রদানের সুযোগ থাকায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। আর তাই অনেকেই ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক অন্যদের কাছে পাঠিয়ে থাকেন। তবে চাইলেই লিংকের বদলে ইনস্টাগ্রাম প্রোফাইলের কিউআর কোড তৈরি করে অন্যদের পাঠানো যায়। এই কোড স্ক্যান করে অন্য ব্যক্তিরা চাইলেই প্রেরকের ইনস্টাগ্রাম প্রোফাইলে থাকা তথ্য দেখতে পারেন। ইনস্টাগ্রাম প্রোফাইলের কিউআর কোড তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

কিউআর কোড তৈরির জন্য ইনস্টাগ্রামে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এরপর ডানদিকের ওপরে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। এবার প্রদর্শিত অপশন থেকে কিউআর কোড নির্বাচন করলেই পরের পেজে ইনস্টাগ্রাম প্রোফাইলের নামসহ একটি কিউআর কোড দেখা যাবে। এবার প্রয়োজন অনুযায়ী কিউআর কোডের রং পরিবর্তন করে শেয়ার প্রোফাইল অপশনে ক্লিক করলেই কোডটি নির্দিষ্ট ব্যক্তির কাছে চলে যাবে।