ইনস্টাগ্রামে অপরিচিতদের ভিডিও কলের নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

রয়টার্স

ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করার পাশাপাশি ভিডিও ও অডিও কল করা যায়। এ সুবিধা কাজে লাগিয়ে অনেক সময় অপরিচিত ব্যক্তিরাও ইনস্টাগ্রামে ভিডিও কল করেন। এসব ভিডিও কলের নোটিফিকেশন বারবার আসার ফলে বিরক্ত হন অনেকে। তবে চাইলেই ইনস্টাগ্রামে অপরিচিত ব্যক্তিদের করা ভিডিও কলের নোটিফিকেশন আসা বন্ধ করা যায়।

অপরিচিত ব্যক্তিদের ভিডিও কলের নোটিফিকেশন আসা বন্ধ করার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠার ওপরে থাকা হ্যামবার্গার মেন্যুতে ক্লিক করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করতে হবে। এবার স্ক্রল করে ‘হাউ ইউ ইউজ ইনস্টাগ্রাম’ অপশনের নিচে থাকা ‘নোটিফিকেশনস’ থেকে ‘কলস অপশন’–এ ক্লিক করতে হবে। এরপর ‘ফ্রম প্রোফাইলস আই ফলো’ নির্বাচন করলে শুধু অনুসরণ করা অ্যাকাউন্ট থেকে করা ভিডিও কলের নোটিফিকেশন দেখা যাবে ইনস্টাগ্রামে।