ফেসবুকে পুরোনো কোন কোন পোস্টে মন্তব্য বা প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা মনে আছে কি

ফেসবুকে অন্যদের পোস্টে করা মন্তব্য ও প্রতিক্রিয়ার ইতিহাস জানা যায়রয়টার্স

বন্ধু বা পরিচিত ব্যক্তিদের ফেসবুক পোস্টে মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখান অনেকেই। কোনো পোস্টে মন্তব্য করলে বা প্রতিক্রিয়া দেখালেই সেগুলোর তথ্য সংরক্ষণ করে রাখে ফেসবুক। আর তাই দীর্ঘদিন পরও ফেসবুকে কোন কোন পোস্টে মন্তব্য বা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা জানা যায়। তবে বিভিন্ন কারণে ফেসবুকের বিভিন্ন পোস্টে করা মন্তব্য বা প্রতিক্রিয়ার তথ্য মুছে ফেলত চান কেউ কেউ। ফেসবুকে অন্যদের পোস্টে করা মন্তব্য ও প্রতিক্রিয়ার ইতিহাস জানার পাশাপাশি সেগুলো মুছে ফেলার পদ্ধতি দেখে নেওয়া যাক।

অন্যদের পোস্টে করা মন্তব্য ও প্রতিক্রিয়ার ইতিহাস জানার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর প্রোফাইল নেম অপশনে ট্যাপ করে তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এবার প্রদর্শিত অপশন থেকে ‘অ্যাকটিভিটি লগ’ নির্বাচন করে ‘ইয়োর অ্যাকটিভিটি অ্যাক্রোস ফেসবুক’ ট্যাপ করার পর ‘কমেন্টস অ্যান্ড রিঅ্যাকশন’ নির্বাচন করতে হবে। এবার কমেন্টস অপশন নির্বাচন করলেই আগে যেসব পোস্টে মন্তব্য করা হয়েছে, সেগুলো তারিখ অনুযায়ী দেখা যাবে। একইভাবে ‘লাইকস অ্যান্ড রিঅ্যাকশনস’ অপশন নির্বাচন করলে আগে যেসব পোস্টে প্রতিক্রিয়া জানানো হয়েছে, সেগুলো দেখা যাবে। প্রদর্শিত তালিকা থেকে নির্দিষ্ট মন্তব্য বা প্রতিক্রিয়া মুছে ফেলার জন্য সেটির বাঁয়ে থাকা ঘরে টিক মার্ক দিয়ে ‘রিমুভ’ বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন