চাবি বা অন্য কোনো বস্তুর সঙ্গে ঘষা লাগলে স্মার্টফোনের পর্দায় দাগ বা আঁচড় পড়তে পারে, যা সহজে দূর করা যায় না। এই দাগের কারণে ফোনের সৌন্দর্যহানি হওয়ার পাশাপাশি কাজেও ঝামেলা হয়। সমস্যার সমাধানে ফোনের পর্দা বদলে ফেলেন অনেকে। তবে বেশ কিছু পদ্ধতি কাজে লাগিয়ে ফোনের পর্দায় থাকা দাগ বা আঁচড় দূর করা সম্ভব। ফোনের পর্দায় থাকা দাগ দূর করার পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক।
টুথপেস্ট ব্যবহার
পর্দায় থাকা দাগ দূর করার জন্য প্রথমেই ফোন বন্ধ করতে হবে। এরপর কটনবাড বা নরম কাপড়ে অল্প পরিমাণে টুথপেস্ট লাগিয়ে ফোনের পর্দার যে জায়গায় দাগ বা আঁচড় পড়েছে, সেখানে বৃত্তাকারভাবে ধীরে ধীরে ঘষতে হবে। দাগ উঠে গেলে সামান্য ভেজা কাপড় দিয়ে পর্দায় থাকা পেস্ট মুছে ফেলতে হবে। ফোনের দাগ তোলার জন্য জেলজাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না।
ম্যাজিক ইরেজার
ম্যাজিক ইরেজার দিয়ে ফোনের ছোট ছোট দাগ দূর করা যায়। ম্যাজিক ইরেজারও দেখতে অনেকটা সিরিশ কাগজের মতো। তাই এটি ব্যবহারেও সতর্ক থাকতে হবে।
বেকিং সোডা
বেকিং সোডা ব্যবহার করে ফোনের দাগ দূর করা গেলেও সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, এতে করে ফোন পানিতে ভিজে যেতে পারে। এ জন্য প্রথমে একটি পাত্রে বেকিং সোডার অর্ধেক পরিমাণ পানি নিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এরপর টুথপেস্টের মতোই কটনবাড বা নরম কাপড়ে মিশ্রণটি মিশিয়ে আলতো করে দাগ বা আঁচড় পড়া স্থানে বৃত্তাকার ভাবে ধীরে ধীরে ঘষতে হবে।
ছোটদের পাউডার
বেকিং সোডার মতো বেবি পাউডার দিয়ে পানিসহ একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর কটনবাড বা নরম কাপড় দিয়ে দাগযুক্ত স্থানে আলতো করে বৃত্তাকারভাবে ধীরে ধীরে ঘষতে হবে।
ভেজিটেবল অয়েল
ছোট দাগ দূর করতে ভেজিটেবল অয়েল ব্যবহার করা যেতে পারে। দাগের ওপর এক ফোঁটা তেল ঢেলে দ্রুত কটনবাড বা নরম কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
গাড়ির দাগ তোলার ক্রিম
গাড়ির দাগ তোলার ক্রিম টার্টল ওয়াক্স, থ্রিএম স্ক্র্যাচ ও সোয়ার্ল রিমুভার ফোনের পর্দার দাগ দূর করতে পারে। এ জন্য পরিষ্কার ও নরম কাপড়ে ক্রিম মাখিয়ে বৃত্তাকারভাবে ধীরে ধীরে দাগ বা আঁচড় পো স্থানে ঘোষতে হবে।
ব্রাসো, সিলভো ও অন্যান্য পলিশ ব্যবহার
বড় দাগ দূর করতে ব্রাসো, সিলভো ও অন্যান্য পলিশ ব্যবহার করা যেতে পারে। প্রথমে একটি পাত্রে পলিশ ঢেলে নিতে হবে। একটি কাপড় পলিশে ভিজিয়ে দাগের ওপর বৃত্তাকারভাবে ধীরে ধীরে ঘষতে হবে। দাগ মুছে গেলে শুকনা কাপড় দিয়ে পর্দায় থাকা পলিশ মুছে ফেলতে হবে।