মেসেঞ্জারে গ্রুপ চ্যাট চালু করবেন যেভাবে

মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে গ্রুপ চ্যাটও করা যায়ছবি: মেটা

পরিচিত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদানের জন্য মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করেন অনেকেই। কখনো কখনো একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিত মানুষদের সঙ্গে একসঙ্গে একই বার্তা আদান-প্রদানের প্রয়োজন হয়ে থাকে। মেসেঞ্জার অ্যাপের গ্রুপ চ্যাট সুবিধা কাজে লাগিয়ে চাইলেই একাধিক ব্যক্তির সঙ্গে একসঙ্গে বার্তা আদান-প্রদান করা যায়। এমনকি গ্রুপ চ্যাটে অডিও ও ভিডিও কল করাও সম্ভব। মেসেঞ্জারে গ্রুপ চ্যাট সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।

গ্রুপ চ্যাট সুবিধা চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরে থাকা ‘পেনসিল’ আইকনে ট্যাপ করে পরের পেজে যেতে হবে। সবার ওপরে থাকা গ্রুপ চ্যাট অপশনটি নির্বাচন করতে হবে। যাঁদের গ্রুপে নির্বাচন করতে চান, তাঁদের নাম নির্বাচন করতে হবে। নাম নির্বাচন করা হয়ে গেলে গ্রুপ নেম–এ ট্যাপ করে গ্রুপ চ্যাটের নাম দিতে হবে। তারপর ওপরে থাকা ‘ক্রিয়েট’ বাটনে প্রেস করতে হবে। গ্রুপ চালু হয়ে গেলে গ্রুপে নামের চ্যাটবক্সে প্রবেশ করে অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। গ্রুপ চালু করার পরও অন্যদের গ্রুপে যোগ করা যাবে।