আপনার অগোচরে কেউ কি হোয়াটসঅ্যাপ বার্তা দেখছে

হোয়াটসঅ্যাপপেক্সেলস

প্রতিদিন প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময় করতে হয় অনেকের। হোয়াটসঅ্যাপের প্রতিটি বার্তাই ‘এন্ড টু এন্ড এনক্রিপটেড’ থাকে। ফলে সুরক্ষিত বার্তাগুলো প্রেরক ও প্রাপক ছাড়া কেউ পড়ার সুযোগ পান না। কিন্তু হ্যাকারদের তৎপরতার কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বার্তা ব্যবহারকারীর অগোচরেই অন্য কেউ দেখে ফেলার আশঙ্কা রয়েছে। সাইবার অপরাধীরা নানাভাবে ব্যবহারকারীকে প্রতারিত করে ফোনের দখল নিয়ে হোয়াটসঅ্যাপ বার্তা দেখতে পারে। তবে কিছু বিষয় যাচাই করে হোয়াটসঅ্যাপের সুরক্ষা সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে।

হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করে খুব সহজেই বার্তা বিনিময় করা যায়। তবে সাইবার অপরাধীরা এ সুবিধার সুযোগ নিতে পারে। তাই হোয়াটসঅ্যাপ ওয়েবে সংযুক্ত যন্ত্রগুলো দেখে নিতে হবে। অপরিচিত যন্ত্র দেখলে তৎক্ষণাৎ বেরিয়ে আসতে হবে (লগআউট) করতে হবে। এটি দেখতে স্মার্টফোনের সেটিংস থেকে লিংকড ডিভাইসে যেতে হবে। সেখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকউন্ট কোন কোন যন্ত্রে যুক্ত, তা দেখা যাবে।

পাশাপাশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলেও সতর্ক হতে হবে। এমন হতে পারে, কোনো হোয়াটসঅ্যাপ বার্তায় প্রতিক্রিয়া দিয়েছেন বলে দেখা যাচ্ছে। কিন্তু আপনি আসলে সেই বার্তায় প্রতিক্রিয়া দেননি। তাহলেও সতর্ক হতে হবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ধীরগতিতে কাজ করলেও শঙ্কার কারণ হতে পারে। অন্য অ্যাপ ঠিকঠাক কাজ করলেও হোয়াটসঅ্যাপ ধীরগতিতে কাজ করলে সতর্ক হতে হবে।

এসব সমস্যার সম্মুখীন হলে হোয়াটসঅ্যাপে থাকা তথ্য অন্যত্র নিয়ে নিয়ে অ্যাপটি আনইনস্টল করে মুছে দিতে হবে। এরপর আবারও ইনস্টল করে আগের মতো করে ব্যবহার করা যাবে।