ফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ করবেন যেভাবে

ফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ করা যায়রয়টার্স

গুরুত্বপূর্ণ কাজের সময় ফোনে নোটিফিকেশন বা বার্তা এলে মনোযোগে সমস্যা হয়। শুধু তা-ই নয়, ঘন ঘন নোটিফিকেশন আসতে থাকলে বিরক্তও হন অনেকে। তবে ফোনের ‘ডু নট ডিস্টার্ব মোড’ সুবিধা চালু করে নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ রাখা যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে নোটিফিকেশন সুবিধা বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক—

ফোনে নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধের জন্য প্রথমে হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশন থেকে ডু নট ডিস্টার্ব নির্বাচনের পর ট্যাপ অন নাউ বাটন চালু করতে হবে। এবার ডু নট ডিস্টার্বের নিচে থাকা ফর হাউ লং অপশন থেকে নোটিফিকেশন বন্ধের  সময়সীমা নির্ধারণ করলেই ফোনে নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে।