ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা গোপন রাখবেন যেভাবে

ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা গোপন রাখা যায়রয়টার্স

ফেসবুক পোস্ট দেওয়ার পর অনেকেই লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা জানার অপেক্ষায় থাকেন। তবে লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা কম হলে বিব্রতও হন কেউ কেউ। চাইলেই ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা অন্যদের কাছে গোপন রাখা যায়। ফেসবুক পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা গোপন রাখার পদ্ধতি দেখে নেওয়া যাক—

আরও পড়ুন

লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা গোপন রাখার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে লগইন করে ডান দিকে ওপরে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এরপর প্রোফাইল সেটিংসে প্রবেশ করে ফিড সেটিংস থেকে রিঅ্যাকশন প্রেফারেন্স অপশন নির্বাচন করতে হবে। এবার হাইড নম্বর অব রিঅ্যাকশন অপশনের নিচে থাকা অন ইয়োর পোস্ট বাটনের টগল চালু করলেই নিজের পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা অন্যদের কাছে গোপন রাখা যাবে।

আরও পড়ুন

অন্যদের পোস্টের লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা দেখতে না চাইলে অন পোস্ট ফ্রম আদারস বাটনের টগল চালু করতে হবে। উল্লেখ্য, টগল দুটি চালু থাকলেও ফেসবুক মার্কেটপ্লেস, ওয়াচ এবং রিল ভিডিওর লাইক ও রিঅ্যাকশনের সংখ্যা দেখা যাবে।

আরও পড়ুন