ইনস্টাগ্রামের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করবেন যেভাবে

রয়টার্স

অনলাইনে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর তাই অনেকেই নিজেদের অনলাইন কার্যক্রমের তথ্য অন্যদের কাছে প্রকাশ করেন না। তবে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের অনলাইন কার্যক্রমের তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে। ব্যবহারকারীরা চাইলেই ইনস্টাগ্রামের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করার পাশাপাশি আগে সংগ্রহ করা তথ্যও মুছে ফেলতে পারেন।

আরও পড়ুন

তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে যেতে হবে। এরপর তিনটি রেখা মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচনের পর ‘অ্যাকাউন্টস সেন্টার’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘অ্যাকাউন্ট সেটিংস’-এর নিচে থাকা ‘ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন’ নির্বাচন করে ‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি’তে ট্যাপ করে ‘ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি’ অপশন নির্বাচন করতে হবে। নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ বন্ধ করতে চাইলে ‘ইয়োর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস’ অপশন থেকে ‘ডিসকানেক্ট স্পেসিফিক অ্যাকটিভিটি’তে ট্যাপ করতে হবে। এবার পাসওয়ার্ড লিখে কনটিনিউ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট নির্বাচনের পর কোন কোন বিষয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করতে হবে, তা নির্বাচন করতে হবে।