ফেসবুকের পোস্ট পরে পড়ার জন্য সংরক্ষণ

ফেসবুকরয়টার্স

কর্মস্থলে ফেসবুক ব্যবহারের সুযোগ মিললেও ব্যস্ততার কারণে বন্ধুদের বিনিময় করা সব পোস্ট ভালোভাবে পড়া যায় না। ফেসবুকের ‘সেভ পোস্ট’ সুবিধা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ পোস্টগুলো পরে পড়ার জন্য সংরক্ষণ করা যায়।

আরও পড়ুন

পরে পড়ার জন্য প্রথমেই পোস্ট নির্বাচন করতে হবে। এবার নির্বাচিত পোস্টের ডান পাশের কোনায় থাকা তিনটি ডটে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে Save Post অপশন নির্বাচন করতে হবে। ভিডিও বা লিংক সংরক্ষণের জন্য Save Video বা Save Link অপশনে ক্লিক করলেই Save To ডায়ালগ বক্স দেখা যাবে। এখানে পোস্টটি কোন ফোল্ডারে সংরক্ষণ করবেন, তা উল্লেখ করতে হবে। আগে থেকে কোনো ফোল্ডার তৈরি না থাকলে New Collection নির্বাচন করে নতুন ফোল্ডার তৈরি করতে হবে।

আরও পড়ুন

মুঠোফোনে পোস্ট সংরক্ষণের জন্য New Collection অপশন চেপে Collection name–এর ঘরে নতুন ফোল্ডারের নাম লিখতে হবে। এরপর Who can see this collection অপশন থেকে Only me নির্বাচন করে Create নির্বাচন করতে হবে।
ওয়েব সংস্করণে পোস্ট সংরক্ষণের জন্য New Collection অপশন নির্বাচন করে Give your collection name–এর ঘরে নতুন ফোল্ডারের নাম লিখে Create অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন

সংরক্ষণ করা পোস্ট দেখার জন্য মুঠোফোনে চালু থাকা ফেসবুক অ্যাপের ডান পাশে থাকা অনুভূমিক তিন লাইন আইকনে ক্লিক করে Saved মেনু নির্বাচন করতে হবে।
নিউজফিডের বাঁ পাশের মেনু তালিকা থেকে Saved অপশন নির্বাচন করলেই ওয়েব সংস্করণে সংরক্ষণ করা পোস্ট দেখা যাবে।

আরও পড়ুন