জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় সেরা অরিত্র, রায়ান ও দেবজ্যোতি
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার (এনএইচএসপিসি) জাতীয় পর্বে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি শ্রেণিতে বিজয়ী হয়েছে যথাক্রমে খুলনা জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অরিত্র সরকার, বিএএফ শাহীন কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী রায়ান ফেরদৌস ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী দেবজ্যোতি দাশ। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার মূল অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও আইসিটি বিভাগ আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার জাতীয় পর্বে ১৬টি অঞ্চলের আঞ্চলিক প্রোগ্রামিং, কুইজ ও দাবা প্রতিযোগিতার বিজয়ীরা অংশ নেয়। কুইজ প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র শ্রেণিতে বিজয়ী হয়েছে যথাক্রমে মো. তাহসিন কবির ও রায়হান মাহবুব। দাবা প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্যরা হলো সিয়াম চৌধুরী, রায়ান রশিদ, ওয়ারসিয়া খুশবু ও নীলাভা চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজকের এই প্রজন্মই ভবিষ্যতের পথপ্রদর্শক। প্রোগ্রামাররা জাতিকে আলোর দিশারী হিসেবে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মো. জফুরুল আলম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মুহম্মদ মেহেদী হাসান।
প্রতিযোগিতার মূল আয়োজক ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। বাস্তবায়ন সহযোগী ছিল বাংলাদেশ দাবা ফেডারেশন, ইডিজিই (এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি) প্রকল্প ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি।