কিশোর-কিশোরীদের জন্য নতুন নিরাপত্তা–সুবিধা চালু করছে টিকটক

উইন্ড ডাউন নামের নতুন নিরাপত্তা–সুবিধা চালু করতে যাচ্ছে টিকটকছবি: রয়টার্স

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় নিয়মিত টিকটক ব্যবহার করেন অনেকেই। কিন্তু অভিভাবকদের নজর এড়িয়ে অনেক কিশোর-কিশোরীই প্রতিদিন রাতে দীর্ঘ সময় একটানা টিকটক ব্যবহার করে। এর ফলে সময় অপচয় হওয়ার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। এ সমস্যা সমাধানে কিশোর-কিশোরীদের জন্য ‘উইন্ড ডাউন’ নামের নতুন নিরাপত্তা–সুবিধা চালু করতে যাচ্ছে টিকটক।

টিকটকের তথ্যমতে, উইন্ড ডাউন–সুবিধা চালু হলে রাত ১০টার পর ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা টিকটকে সক্রিয় থাকলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের ‘ফর ইউ’ ফিড বন্ধ হয়ে যাবে এবং পর্দাজুড়ে অ্যাপটি বন্ধের বার্তা দেখিয়ে মৃদু সুর বাজানো হবে। বার্তা পাওয়ার পর টিকটক ব্যবহার করা গেলেও পুনরায় বাধ্যতামূলকভাবে টিকটক বন্ধের বার্তা দেখানো হবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালু করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের সুবিধাজনক ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল অভ্যাস গড়ে তুলতে নতুন এ নিরাপত্তব্যবস্থা চালু করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে উইন্ড ডাউন–সুবিধায় মেডিটেশন অনুশীলন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত মেডিটেশন মানসিক প্রশান্তি আনার পাশাপাশি ঘুমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উইন্ড ডাউন–সুবিধা ছাড়াও কম বয়সীদের অ্যাপ ব্যবহারের সময় নির্ধারণে ‘টাইম অ্যাওয়ে’ নামের নতুন প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা চালু করেছে টিকটক। নতুন এ সুবিধার মাধ্যমে অভিভাবকেরা স্কুল, পারিবারিক সময়, রাত বা ছুটির দিনে সন্তানদের টিকটক ব্যবহারের সময়সীমা নির্ধারণ করতে পারবেন।