নটর ডেম কলেজে বাংলা উইকিপিডিয়ার কর্মশালা

উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে রাজধানীর নটর ডেম কলেজ মিলনায়তনে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে ‘উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া’ শীর্ষক কর্মশালা। কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করে নটর ডেম ডিবেটিং ক্লাব (এনডিডিসি)।
কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরা হয়। কীভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা যায়, ব্যবহার করা যায়—সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় শিক্ষার্থীদের মধ্যে। এ ছাড়া উইকিপিডিয়ার সহ-প্রকল্প উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্সে ছবি যোগ করার পদ্ধতিও তুলে ধরা হয়। কর্মশালাটি পরিচালনা করেন উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য অংকন ঘোষ দস্তিদার ও প্রত্যয় ঘোষ।
বিজ্ঞপ্তি