গাড়ি নিয়ে নতুন গেম

‘আসফাল্ট এক্সট্রিম’ নামের রেসিং গেম উন্মুক্ত করেছে গেমলফট।
‘আসফাল্ট এক্সট্রিম’ নামের রেসিং গেম উন্মুক্ত করেছে গেমলফট।

যাঁরা মোবাইলে গাড়ি চালানোর গেম খেলতে চান, তাঁদের জন্য ফ্রান্সের গেম নির্মাতা প্রতিষ্ঠান গেমলফট উন্মুক্ত করেছে ‘আসফাল্ট এক্সট্রিম’ নামের একটি রেসিং গেম। অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য গেমটি ডাউনলোড করা যাবে বিনা মূল্যে।

আসফাল্ট এক্সট্রিম গেমটি পিসি ও কনসোলের জন্য তৈরি মাইক্রোসফটের ‘ফোরজা হরাইজন ৩’ গেমটির অনুপ্রেরণায় তৈরি করেছে গেমলফট। গেমার বিভিন্ন ক্যানিয়ন, কাদা ও বালিয়াড়িতে রেসিংয়ের মজা পাবেন গেমটিতে। এতে বাস্তব গাড়ির মতো বিভিন্ন ধরনের জনপ্রিয় গাড়ি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জিপ, ফোর্ড, ডজের মতো গাড়ি। গেমলফট মোট ৩৫ রকমের গাড়ি এ গেমে যুক্ত করেছে। গেমার তাঁর দক্ষতার ভিত্তিতে গাড়িকে কাস্টোমাইজ করার সুযোগ পাবেন।

গেমটি সম্পর্কে গুগল প্লে স্টোরে বলা হয়েছে, এটি অনলাইনে মাল্টিপ্লেয়ার মোডেও খেলা যাবে, যেখানে আটজন খেলোয়াড় বিনা খরচে একসঙ্গে রেসিং করতে পারবেন। বর্তমানে গেমটিতে পাঁচটি মোড, চার শর বেশি ইভেন্টস, পাঁচ শর বেশি চ্যালেঞ্জ, সময় ধরে চ্যালেঞ্জ প্রভৃতি সুবিধা আছে।

গেমলফটের ভাষ্য, শিগগিরই গেমটিতে আরও মোড ও ফিচার আসবে। তথ্যসূত্র: এনডিটিভি।