স্যামসাং আনছে সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ট্যাব

ট্যাব ৩ লাইট
ট্যাব ৩ লাইট

গ্যালাক্সি সিরিজে সাত ইঞ্চি মাপের সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ‘গ্যালাক্সি ট্যাব ৩ লাইট’ সম্পর্কিত তথ্য পোল্যান্ডের স্যামসাং ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
‘গ্যালাক্সি ট্যাব ৩ লাইট’ নামের সাত ইঞ্চি মাপের ট্যাবটিতে থাকবে ১০২৪ বাই ৬০০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে, ১.২ গিগাহার্টজ মারভেল পিএক্সএ৯৮৬ প্রসেসর ও এক গিগাবাইট র‌্যাম।
৩১০ গ্রাম ওজনের ট্যাবটির ওয়াই-ফাই ও থ্রিজি মডেল বাজারে আসবে। আট গিগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধার ওয়াই-ফাই মডেলটিতে থাকবে উন্নত ব্যাটারি ও দুই মেগাপিক্সেলের ক্যামেরা।
অ্যান্ড্রয়েডনির্ভর এ ট্যাবটি ১৬৫ ডলারে বাজারে পাওয়া যাবে। প্রায় একই ফিচারযুক্ত থ্রিজি ও ওয়াই-ফাই উভয় সুবিধার মডেলটির দাম হবে ২৬৪ মার্কিন ডলার।