বিরল প্রজাতির নদীর ডলফিনের সন্ধান

ডলফিন
ডলফিন

প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রাজিলের বিজ্ঞানীরা দেশটিতে এবারই প্রথম এক বিরল প্রজাতির নদীর ডলফিনের সন্ধান পেয়েছেন। অ্যারাগুয়াইয়া নদীতে এর সন্ধান মিলেছে। পরে এ নদীর নামানুসারেই এ ডলফিনের নামকরণ করা হয়। বিশ্বে একই প্রজাতির পরিচিত ডলফিনের (নদীর ডলফিন) মধ্যে এটি পঞ্চম প্রজাতির। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে গবেষকেরা বলেন, ২০ লাখের বেশি বছর আগে ডলফিনের এই প্রজাতি দক্ষিণ আমেরিকার অন্যান্য নদীর ডলফিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যারাগুয়াইয়া নদীর অববাহিকায় এ ধরনের প্রায় এক হাজার প্রাণীর বসবাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে বিরলতম প্রাণীগুলোর মধ্যে নদীর ডলফিন একটি। বিবিসি।