হিমালয়ের শীর্ষে উড়তে পারে যে ভোমর

বাম্বলবি নামের একটি চীনা ভোমর প্রজাতি এমন উচ্চতায় উড়তে পারে
বাম্বলবি নামের একটি চীনা ভোমর প্রজাতি এমন উচ্চতায় উড়তে পারে

বাম্বলবি নামের একটি চীনা ভোমর প্রজাতি এমন উচ্চতায় উড়তে পারে, যেখানে অন্যান্য প্রাণী নিঃশ্বাসও নিতে পারে না। জার্নাল অব বায়োলজি লেটার্স সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শীর্ষ (আট হাজার ৮৪৮ মিটার) ছাড়িয়ে উড়ে যাওয়ার ক্ষমতা রাখে। কোনো পতঙ্গের উঁচুতে ওড়ার ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
গবেষণাগারে ভিন্ন ভিন্ন চাপে ভোমরটির উড্ডয়ন-সামর্থ্য ভিডিওচিত্রে ধারণ করে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হয়।
ফুলের মধু ও পরাগরেণু নিয়ে শিশু-ভোমরদের জন্য মৌচাকে ফেরার জন্যই তারা হয়তো প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে।
অতি উচ্চতা ও নিম্নচাপে উড্ডয়ন-কৌশল
অতি উচ্চতা ও নিম্নচাপে ভোমরটি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ডানার কৌণিক অবস্থান পরিবর্তন করে।
উড্ডয়ন গতিবিদ্যায় নতুন ভাবনা
বাম্বলবির এই কীর্তির ফলে উড্ডয়ন গতিবিদ্যা সম্পর্কে নতুন করে ভাবতে হচ্ছে গবেষকদের। প্রায় নয় হাজার মিটার উঁচুতে বায়ুর চাপ অনেক কম থাকায় সেখানে ওড়ার জন্য নিঃসন্দেহে বাড়তি সামর্থ্য ও দক্ষতা প্রয়োজন। বাতাসে অক্সিজেনের মাত্রা অনেক কম হলেও প্রাণীটি সেখানে নিজেকে মানিয়ে নিতে পারে। সূত্র: ইনডিপেনডেন্ট।