উইকি এডুকেশন ফাউন্ডেশনের প্রথম নির্বাহী পরিচালক

উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত ‘উইকিপিডিয়া এডুকেশন ফাউন্ডেশনের (ডব্লিউইএফ)’ প্রথম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফ্রাঙ্ক সুলেনবার্গ। এর আগে তিনি দীর্ঘদিন ধরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ছিলেন। ১৮ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।
সম্পূর্ণ অলাভজনক সংস্থা হিসেবে ২০১১ সাল থেকে কাজ শুরু করে ডব্লিউইএফ। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার শিক্ষার্থীদের জন্য শুরু হয় ডব্লিউইএফ কার্যক্রম। শিক্ষার্থীরা যাতে পড়াশোনার অংশ হিসেবে উইকিপিডিয়াতে অবদান রাখতে পারে, সেটিই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। দায়িত্ব পেয়ে ফ্রাঙ্ক সুলেনবার্গ জানান, ‘আরো ভালোভাবে কাজ করার জন্য আমরা শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, গবেষক এবং শিক্ষার্থীদের যুক্ত করার উদ্যোগ নেব। যাতে করে এর মাধ্যমে উইকিপিডিয়ার পাঠকেরা আরও উন্নত এবং মানসম্পন্ন তথ্য পেতে পারেন। —উইকিমিডিয়া ফাউন্ডেশনর ওয়েবসাইট