ডোমেইন হোস্টিং খাতে গুরুত্ব পাবে দেশি প্রতিষ্ঠান: বিডিএইচপিএ

বিডিএইচপিএ আয়োজিত ইফতার অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোক্তারা। ছবি: সংগৃহীত।
বিডিএইচপিএ আয়োজিত ইফতার অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোক্তারা। ছবি: সংগৃহীত।


ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ডোমেইন হোস্টিং গুরুত্বপূর্ণ। দেশি প্রতিষ্ঠানের কাছ থেকে ডোমেইন হোস্টিং নিলে গ্রাহকসেবাসহ নানা সুবিধা পাওয়া যায়। দেশি ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল বাংলাদেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি ডোমেইন-হোস্টিং প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (বিডিএইচপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন এ খাতের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা।

বিডিএইচপিএর সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, ধীরে ধীরে বড় হচ্ছে দেশের তথ্যপ্রযুক্তি খাত। একই সঙ্গে ডোমেইন হোস্টিং সেবাদাতাদের চাহিদাও বাড়ছে। গত কয়েক বছরে এ খাতে উঠে এসেছেন বেশ কয়েকজন উদ্যোক্তা। বিডিএইচপিএ সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ইউসুফ আল আজাদসহ ১০০ জনের বেশি উদ্যোক্তা অংশ নেন। উদ্যোক্তারা দেশি ডোমেইন হোস্টিংয়ে উন্নত সেবা দেওয়ার কথা জানান।