বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

অনলাইন বিশ্বকোষ ‘বাংলা উইকিপিডিয়া’ সমৃদ্ধ করতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবক (উইকিপিডিয়ান) ও মুক্ত সফটওয়্যার আন্দোলনের কর্মীরা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকালে এ আহ্বান জানান।

ঢাকার বাংলা একাডেমির বইমেলার মূল প্রবেশদ্বারের সামনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, এখন বাংলা উইকিপিডিয়ায় ২৮ হাজার নিবন্ধ রয়েছে। বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে হবে।

বর্তমানে জিরো প্রকল্পের মাধ্যমে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং বাংলালিংক মোবাইল ফোনে বিনা মূল্যে উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ দিচ্ছে। এর মধ্যে গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহার করে মোবাইলের পাশাপাশি যেকোনো ব্রাউজারে বিনা মূল্যে উইকিপিডিয়া ব্যবহার করা যায়। উল্লেখ্য, ইন্টারনেটের মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে যে কেউ সম্পাদনা ও তথ্য যোগ করতে পারেন।—নিজস্ব প্রতিবেদক