হ্যালিও সিরিজের নতুন স্মার্টফোন

হ্যালিও এস ৬০ ফোন উদ্বোধন করেন এডিসন গ্রুপের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।
হ্যালিও এস ৬০ ফোন উদ্বোধন করেন এডিসন গ্রুপের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত।

হ্যালিও সিরিজের নতুন মডেল বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে এডিসন গ্রুপ। হ্যালিও এস ৬০ নামের স্মার্টফোনটিতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফুল ভিউ নচ ডিসপ্লে সুবিধা থাকছে। আজ মঙ্গলবার রাজধানীর এক কনভেনশন সেন্টারে এ স্মার্টফোনের উদ্বোধন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ ও প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা।

আমিনুর রশীদ বলেন, হ্যালিও এস ৬০ স্মার্টফোনে রয়েছে উন্নত প্রযুক্তির ক্যামেরা, দৃষ্টিনন্দন নকশা ও উন্নত হার্ডওয়্যার। ওরিও ৮.১ অপারেটিং সিস্টেমের ফোনটিতে ৬.২ ইঞ্চি আইপিএস নচ ডিসপ্লে, ৪ জিবি ডিডিআর ৪ র‍্যাম এবং ৬৪ জিবি রম। এতে হার্ডওয়্যারভিত্তিক থ্রিডি ফেস আইডি ব্যবহার করা হয়েছে। এর সামনে ও পেছনে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটির ব্যাটারি তিন হাজার মিলি অ্যাম্পিয়ার। ফোনটির দাম ২৫ হাজার ৯৯০ টাকা।