মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত নতুন ল্যাপটপ বাজারে

ডব্লিউপিআর ১৪ এন ৩৪ জিএল মডেলের ল্যাপটপ
ডব্লিউপিআর ১৪ এন ৩৪ জিএল মডেলের ল্যাপটপ

ওয়ালটন বাজারে ছেড়েছে দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন একটি ল্যাপটপ। প্রিলুড সিরিজের ওই ল্যাপটপের মডেল ডব্লিউপিআর ১৪ এন ৩৪ জিএল। ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন এ ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ১৪.১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। এতে আছে ১.১ গিগাহার্টজ গতির ইনটেল অ্যাপোলো লেক এন ৩৪৫০ প্রসেসর। রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫০০ ও ৪ গিগাবাইট ডিডিআর ৩ র‍্যাম।

ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী জানান, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ল্যাপটপটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। শিক্ষার্থী ও তরুণদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা রেখে এর কনফিগারেশন ও দাম নির্ধারণ করা হয়েছে। এর অন্যতম ফিচার মাল্টি-ল্যাংগুয়েজ কিবোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার। ব্যাকআপের জন্য এ ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ৭.৬ ভোল্ট বা ৫০০০ এমএএইচ ব্যাটারি। সোনালি রঙের ল্যাপটপটির দাম মাত্র ২২ হাজার ৫০০ টাকা।