রাজশাহীর কর্মশালায় ২ শতাধিক শিক্ষার্থী

রাজশাহীতে আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮ উপলক্ষে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও প্রথম আলো সারা দেশে এ প্রতিযোগিতার আয়োজন করছে।

কর্মশালায় নগরের বিভিন্ন স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী কর্মশালায় প্রশিক্ষণ দেন। তাঁরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসিনুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিয়াজ বিন সিরাজ।

কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। সেখানে শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ে জানতে চায়। পরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রথম আলো রাজশাহী বন্ধুসভার সভাপতি সাদ্দাম হোসেন।