স্মার্টফোনের বাজার কার দখলে?

স্মার্টফোনের বাজারে শীর্ষে রয়েছে হুয়াওয়ে ও স্যামসং।
স্মার্টফোনের বাজারে শীর্ষে রয়েছে হুয়াওয়ে ও স্যামসং।

বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারে আসার সংখ্যা ৩৮ কোটি ৬৮ লাখ ইউনিট ছাড়িয়েছে। ৩০ সেপ্টেম্বর শেষ ওই প্রান্তিকের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে আসার হার ৩ শতাংশ কমেছে।

চীনা স্মার্টফোন নির্মাতা অপো, শাওমি ও ভিভো এক প্রান্তিকে সর্বোচ্চ স্মার্টফোন বাজারে ছেড়েছে। গত শুক্রবার বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের করা মার্কেট মনিটর সার্ভিস প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোনের বাজারের শীর্ষস্থান ধরে রেখেছ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। বাজারে ১৯ শতাংশ দখল রেখেছে প্রতিষ্ঠানটি। বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাং ভারতের বাজারে সবচেয়ে বেশি স্মার্টফোন উন্মুক্ত করেছে।

চীনা স্মার্টফোন নির্মাতারা চীনের বাইরেও স্মার্টফোনে প্রবৃদ্ধি ধরে রেখেছে। চীনের স্থানীয় বাজারে অপো, ভিভো ও শাওমি কিছুটা দখল হারালেও বৈশ্বিক পর্যায়ে তাদের স্মার্টফোন বিক্রি বেড়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক তরুণ পাঠক বলেন, চীনের স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে স্মার্টফোনের বাজারে পাঁচ কোটি ইউনিট বিক্রি ধরে রেখেছে। স্মার্টফোনের বাজারে তাই দ্বিতীয় অবস্থান এখন হুয়াওয়ের। চীনা ব্র্যান্ডগুলো এখন চীনের বাইরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরোপের বাজার দখলের চেষ্টা করে যাচ্ছে।

অ্যাপলের আইফোন বিক্রি খুব বেশি বাড়েনি। তবে আইফোনের গড় দাম বেড়ে যাওয়ায় আইফোন থেকে আসা আয় ২৯ শতাংশ বেড়েছে অ্যাপলের।

কাউন্টারপয়েন্টের গবেষণা অনুযায়ী, বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষ ১০টি ব্র্যান্ড ৭৮ শতাংশ দখল করেছে। বাকি ২২ শতাংশ বাজার দখল করতে লড়াই করছে ৬০০টির বেশি ব্র্যান্ড।

আইএএনএসের প্রতিবেদনে জানানো হয়, প্রথমবারের মতো বৈশ্বিক স্মার্টফোনের বাজার টানা তিন প্রান্তিকজুড়ে কমতে দেখা গেল। উন্নত দেশগুলোর বাজারে স্মার্টফোন বিক্রি কমে যাওয়া এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।