স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে: মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কাজের পরিসর ও চ্যালেঞ্জ আমি কাছ থেকে দেখেছি। তাদের প্রত্যাশা ও সম্ভাবনা¤বিষয়ে আমি ওয়াকিবহাল। তাই স্থানীয় বাজার সম্প্রসারণ ও স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। দেশীয় তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা বাড়লেই সুদৃঢ় হবে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি।’

গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন মন্ত্রী হিসেবে তথ্যপ্রযুক্তি খাতের কয়েকটি সংগঠনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নতুন মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদকে সংবর্ধনা দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সংগঠনগুলো তথ্যপ্রযুক্তি খাতের চাহিদা ও চ্যালেঞ্জের প্রকৃত তথ্য আমাদের সামনে তুলে ধরছে এবং সরকারও সে মাফিক কাজ করছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’