চরবৃত্তির সন্দেহে হুয়াওয়ের অর্থ আর নেবে না অক্সফোর্ড

হুয়াওয়ে
হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ নিয়ে বিপাকে পড়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলিজস। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন দেশের চরবৃত্তির অভিযোগ উঠেছে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ের জন্য বড় ধাক্কা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি ঘোষণা। তারা আর হুয়াওয়ের অর্থ নেবে না বলেছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালটির পক্ষ থেকে জানানো হয়, তারা আর হুয়াওয়ের কাছ থেকে কোনো অনুদান নেবে না। চীন সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কের বিষয় নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ায় শীর্ষস্থানীয় টেলিকম যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানটির অনুদান গ্রহণে অনিচ্ছার কথা জানাল প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, হুয়াওয়ে টেকনোলজিস ও তাদের সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে নতুন তহবিল সংগ্রহ করবে না। যুক্তরাজ্যের সঙ্গে হুয়াওয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে সম্প্রতি উদ্বেগ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগিরই সমস্যার সমাধান আসবে।

হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, বিষয়টি এখনো তাঁদের জানানো হয়নি। বিষয়টি তাঁরা কেবল গণমাধ্যম সূত্রে জেনেছেন।