দেশে নতুন স্মার্টফোন আনছে মটোরোলা

মটোরোলা ওয়ান পাওয়ার। ছবি: সংগৃহীত।
মটোরোলা ওয়ান পাওয়ার। ছবি: সংগৃহীত।

এক দশক পর দেশের বাজারে ফিরে এসেছে মটোরোলা। দেশের ক্রেতাদের টানতে নতুন স্মার্টফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি। মার্চে ‘মটোরোলা ওয়ান পাওয়ার’নামে নতুন একটি স্মার্টফোন দেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। দেশে মটোরোলার পরিবেশক স্মার্ট টেকনোলজিস সূত্রে এ তথ্য জানা গেছে।

স্মার্ট টেকনোলজির পরিচালক সাকিব আরাফাত বলেন, ভারতের বাজারে মটোরোলা ওয়ান পাওয়ার ফোনটির চাহিদা রয়েছে। বাংলাদেশের ক্রেতারাও স্মার্টফোনটির জন্য আগ্রহ দেখাচ্ছেন। অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের ফোনটিতে নিয়মিত হালনাগাদ পাওয়া যাবে। এতে ৬ দশমিক ২ ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরযুক্ত স্মার্টফোনটিতে ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, পেছনে ১৬ ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ, সামনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫ হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে।

দেশে ‘মটোরোলা ওয়ান পাওয়ার’ এর দাম হতে পারে ২৫ হাজার টাকা।