রাউটারের চাহিদা বেশি

তারহীন ইন্টারনেটের জন্য যে যন্ত্রটি জরুরি, সেটা ওয়াই-ফাই রাউটার। বাসায় কিংবা অফিসে একটা ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে রাউটার লাগবেই। বাজারেও আছে নানা দামের, নানা মানের রাউটার। আজকের আয়োজন রাউটার নিয়ে।

রাউটার ব্যবহারে যা জানতে হবে

● রাউটারের ওয়াই-ফাই সক্রিয় করার সময় ডিফল্ট নেটওয়ার্ক হিসেবে ওই রাউটারের নাম উল্লেখ থাকে এবং পাসওয়ার্ডও রাউটারের নিচের দিকে একটি স্টিকারে লেখা থাকে। প্রয়োজনে ব্যবহারের নির্দেশিকা দেখে পদ্ধতিটি জেনে নেওয়া যেতে পারে।

● প্রথমবার রাউটার সংযুক্ত করে ওয়্যারলেস নেটওয়ার্কের নাম পরিবর্তন করে নেওয়া উচিত। পাশাপাশি নেটওয়ার্কের পাসওয়ার্ডও ব্যবহার করা উচিত। পাসওয়ার্ড দেওয়া না থাকলে যে কেউ রাউটারে যুক্ত হতে পারবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য এমন ব্যবস্থা কখনোই রাখা উচিত নয়।

● রাউটারের পাসওয়ার্ড ভুলে গেলে সেটি রিসেট বা পুনরায় নির্ধারণ করে নেওয়া যায়। সাধারণত রাউটারের পাশে থাকা একটি বোতাম চেপেই কাজটি করা যায়।

● রাউটার সাধারণত বাড়ির মাঝামাঝি স্থানে রাখা উচিত। এর ফলে সব ঘর থেকে সহজে ওয়াই-ফাই সংযোগে যুক্ত হওয়া যাবে।

● কত বড় জায়গায় ওয়াই-ফাই সংযোগ দিতে চান, তার ওপর নির্ভর করে রাউটার পছন্দ করুন।

● রাউটারে একই সঙ্গে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) যুক্ত করা হয়। বেশি ল্যান সংযোগ যুক্ত করতে হলে রাউটার কেনার সময় সেটি দেখে নেওয়া উচিত।

ট্রেন্ডা

মডেল: এন৩০১

দাম: ১ হাজার ৪৩০ টাকা

ডি লিংক

মডেল: ডিআইআর ৬০০এম

দাম:১ হাজার ১০০ টাকা।

নেটএজ

মডেল: নেটইজ ডব্লিউএফ২৪১১

দাম: ১ হাজার ২০ টাকা।

প্রো লিংক

মডেল: প্রো লিংক পিআরএন৩০০২

দাম: ১ হাজার ৪০০ টাকা।

টিপি লিংক

মডেল: টিপি লিংক ডাব্লুআর৭২০এন

দাম: ১ হাজার ১০০ টাকা।