নতুন অ্যাপ 'হ্যালো ডক্টর প্রো'

হ্যালো ডাক্তার প্রো লোগো
হ্যালো ডাক্তার প্রো লোগো

দেশে চিকিৎসকদের সুবিধার জন্য চালু হয়েছে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘হ্যালো ডক্টর প্রো। এ অ্যাপের মাধ্যমে চিকিৎসকেরা রোগীদের সঙ্গে যোগাযোগ, সময় ধরে তাঁর প্রতিবেদন দেখা, ভিডিও পরামর্শ ও অনলাইন ব্যবস্থাপত্র দিতে পারবেন।

হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাপ হিসেবে প্লেস্টোরে আসা ‘হ্যালো ডক্টর প্রো’ অ্যাপটি তৈরি করেছে হ্যালো ডক্টর ডটএশিয়া নামের একটি প্রতিষ্ঠান।

হ্যালো ডক্টরের উদ্যোক্তা ফোরকান হোসেন বলেন, এটি চিকিৎসক ও রোগীদের অনলাইনে স্বাস্থ্যসেবার প্ল্যাটফর্ম। অনেক সময় রোগীদের ফলোআপ চিকিৎসা নেয়া বেশ কষ্টকর, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। ‘হ্যালো ডাক্তার প্রো’ অ্যাপটি এ সমস্যার সমাধান দেবে। এটি শুধু নিবন্ধিত ও ভেরিফায়েড চিকিৎসকদের ভার্চুয়াল একটি চেম্বার। চিকিৎসকেরা গুগল প্লে স্টোরে https://bit.ly/2TCqkRu এটি ডাউনলোড করতে পারবেন।