বিনা মূল্যে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ

অদম্য
অদম্য

তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে অনলাইন প্রশিক্ষণ প্রকল্প শুরু করছে ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড। প্রতিষ্ঠানটির অনলাইন শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম ‘লার্নার্স ক্যাফে’ থেকে ২১ হাজার জনকে এ প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গতকাল ২১ ফেব্রুয়ারি থেকে এ প্রকল্প শুরু করেছে প্রতিষ্ঠানটি। 

ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের প্রধান নির্বাহী লিয়াকত হোসেন বলেন, ২০২৫ সাল নাগাদ তারা ২১ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি শুরু করেছেন। প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তি খাতে ২১ হাজার দক্ষ জনবল তৈরি করার লক্ষ্য তাঁদের। আগ্রহীরা বিনা মূল্যে অনলাইনে এ প্রশিক্ষণ পাবেন। এ জন্য (www.learnerscafe.com) ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।