দেশে সুজুকির নতুন বাইক

সুজুকি জিএসএক্সআর ১৫০। ছবি: সংগৃহীত
সুজুকি জিএসএক্সআর ১৫০। ছবি: সংগৃহীত

দেশের বাজারে জাপানি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুজুকি মোটরসের নতুন মোটরসাইকেল বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে র‍্যানকন মোটরবাইক। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দেশের বাজারের জন্য নতুন বাইকের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে সুজুকি হায়াতে ১১০, সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫ এবং সুজুকি জিএসএক্সআর ১৫০ নামের নতুন তিন বাইকের ঘোষণা দেন আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানে র‍্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, র‍্যানকন মোটরবাইকসের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আশিক উর রহমানসহ বাইক ব্লগার জিক্সার ক্লাব বাংলাদেশ, বাইক বিডি, দেশি বাইকারস, জিএসএক্স ক্লাব বাংলাদেশ, মোটরসাইকেল ভ্যালির বাইকাররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শাওন হাকিম বলেন, র‍্যানকন মোটরবাইকস লিমিটেড পাঁচ বছর ধরে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। নতুন বাইকগুলোর ক্ষেত্রে স্টাইল ও মানকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাইকগুলোর দাম পড়বে দেড় লাখ থেকে চার লাখ টাকার মধ্যে।