তথ্যপ্রযুক্তির নিরাপত্তাবিষয়ক সেমিনার

ফিউচার অব ইনফরমেশন সিকিউরিটি সামিট ২০১৯ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি: সংগৃহীত
ফিউচার অব ইনফরমেশন সিকিউরিটি সামিট ২০১৯ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি: সংগৃহীত

তথ্যপ্রযুক্তির ব্যবহারের সঙ্গে সঙ্গে এর নিরাপত্তার দিকটির গুরুত্বও বাড়ছে। সম্প্রতি ‘ফিউচার অব ইনফরমেশন সিকিউরিটি’ ও ‘প্রিভিলেজড অ্যাকসেস ম্যানেজমেন্ট’ বিষয়ে রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার।

‘ফিউচার অব ইনফরমেশন সিকিউরিটি সামিট ২০১৯’ শীর্ষক ওই আয়োজনে বক্তব্য দেন স্মার্টডাটা টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুর রহমান, আরকানেক্টের সিকিউরিটি বিশেষজ্ঞ রোহান গাইকাওয়াদ, নিরাপত্তা বিশেষজ্ঞ ইয়াহিয়া খান, অভিষেক সিং, আদিত্য মুন্দ্রা প্রমুখ।

ইয়াহিয়া খান বলেন, তথ্য যেকোনো খাতে বড় সম্পদ। প্রতিষ্ঠানগুলো এখানে বাজেট বরাদ্দ করছে। তবে বিশ্বের ৮০ শতাংশের বেশি তথ্য পাচার হয় নজরদারিহীন অ্যাকাউন্টের কারণে। বাংলাদেশের শিল্পায়ন ভিন্ন উচ্চতায় পৌঁছেছে। ডিজিটালাইজেশন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে। এ ক্ষেত্রে তাই তাদের সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে পর্যাপ্ত।

তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান আরকন আয়োজিত ওই অনুষ্ঠানে আধুনিক তথ্য সুরক্ষার নানা বিষয় তুলে ধরেন বক্তারা। এতে দেশি–বিদেশি বিশেষজ্ঞ ছাড়াও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।