নতুন অ্যাপ 'সহকারী'

সহকারী অ্যাপের উদ্বোধনীতে এর কর্মীরা। ছবি: সংগৃহীত।
সহকারী অ্যাপের উদ্বোধনীতে এর কর্মীরা। ছবি: সংগৃহীত।

বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে সহযোগী বা সহকারী। একটি অ্যাপের মাধ্যমে খুঁজে নিতে পারেন সে সহকারীকে। অফিসের কাজ, বাড়ির কাজ, যেকোনো মেরামতের কাজ, তথ্যপ্রযুক্তির নানা কাজের জন্য প্রয়োজনীয় সহকারী পাওয়া যাবে অ্যাপটিতে।

এ ছাড়া প্রয়োজনীয় দক্ষ ব্যক্তিরা সেবা দিতে সহকারী হিসেবে নিজের নাম নিবন্ধন করে অর্থ আয় করতে পারবেন। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত বেসিস সফটএক্সপো-২০১৯ আয়োজনে নতুন অ্যাপটি উদ্বোধন করেছে হেল্পিং হিউম্যান ফাউন্ডেশন ও এশিয়ান ইনফরমেশন টেকনোলজি লিমিটেড।

সহকারী ডটকমের প্রধান নির্বাহী তাসনুবা লিয়া বলেন, এটি ডিজিটাল প্ল্যাটফর্ম। অ্যাপের পাশাপাশি ওয়েব সংস্করণও রয়েছে। দক্ষ কর্মীরা বিভিন্ন কাজে যুক্ত হতে পারবেন। অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।

অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, পরিচালক দিদারুল আলম, সহকারী ডটকমের পরিচালক হাফিযুর রহমান, বিপ্লব রাহুল প্রমুখ। বিজ্ঞপ্তি।