ফেব্রুয়ারিতে মোবাইল গ্রাহক বেড়েছে

গত ফেব্রুয়ারিতে দেশে ৮ লাখ ৯৪ হাজার মোবাইল গ্রাহক বেড়ে মোট ১৫ কোটি ৮৪ কোটিতে পৌঁছেছে। বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে গত মাসে গ্রাহকসংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশের সব মোবাইল অপারেটরের।

বাংলালিংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মাসে সবচেয়ে বেশি হারে গ্রাহক বেড়েছে তাদের। জানুয়ারিতে বাংলালিংকের গ্রাহক ছিল ৩ কোটি ৩৬ লাখ ৯ হাজার। ফেব্রুয়ারি শেষে তাদের গ্রাহক বেড়ে হয়েছে ৩ কোটি ৪০ লাখ ২ হাজার।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি শেষে গ্রামীণফোনের গ্রাহক ৭ কোটি ৩৪ লাখ ৭ হাজার, রবির গ্রাহক ৪ কোটি ৭০ লাখ ৩ হাজার, টেলিটকের গ্রাহক ৩৯ লাখ ২ হাজার।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান বলেন, গ্রাহকসেবার মান বাড়াতে চেষ্টা করছেন তাঁরা। সর্বোচ্চ তরঙ্গ কিনে গ্রাহকসেবার মান বাড়ানো হচ্ছে।