চতুর্থ শিল্পবিপ্লবের বিকাশমান খাতগুলো নিয়ে সেমিনার

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপটার ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের যৌথ আয়োজনে ২৭ এপ্রিল রাজধানীর জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘টেকনোলজি অ্যান্ড রিসার্চ কনফারেন্স ফর ইয়ুথ’ শীর্ষক সম্মেলন।

সকাল নয়টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই আয়োজনে চতুর্থ শিল্পবিপ্লবের বিকাশমান খাতগুলোসহ ছয়টি সেমিনার আয়োজন করা হবে। সেমিনারগুলোর আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকছে রোবট ফর স্পেস, মডার্ন এআই, ইন্টারন্যাশনাল পাবলিকেশন সাবমিশন প্রসেস, কীভাবে সফল টেক উদ্যোক্তা হওয়া যায় এবং ডেভেলপারদের জন্য ওয়ার্ডপ্রেস শীর্ষক সেমিনার।

সেমিনারগুলো পরিচালনা করবেন থিম বাকেটের সহযোগী প্রতিষ্ঠাতা ও হেড অব আইডিয়াস হাসিন হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ ফায়সাল হাসান, জুম শেপারের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ প্রমুখ।

সেমিনারে অংশগ্রহণের জন্য আলাদা নিবন্ধন করতে হবে। নিবন্ধর ফি ২০০ টাকা। আয়োজনে কারিগরি সহযোগী হিসেবে আছে প্রাইডসিস ইআরপি।

সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন লিংক http://bit.ly/TRY_con