ঢাকায় মাইক্রোসফটের ক্লাউড উদ্ভাবনবিষয়ক সম্মেলন

‘ক্লাউড ইনোভেশন সামিট’
‘ক্লাউড ইনোভেশন সামিট’

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৯ এপ্রিল আয়োজন করছে ক্লাউড প্রযুক্তিবিষয়ক সম্মেলন ‘ক্লাউড ইনোভেশন সামিট’। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবার আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণ করবেন মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩০০ জন ডেভেলপার, ক্লাউড বিশেষজ্ঞ ও মাইক্রোসফটের সহযোগী বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ক্লাউড সম্মেলনে সহযোগী হিসেবে থাকছে আমরা টেকনোলজিস লিমিটেড, করপোরেট প্রযুক্তি লিমিটেড, ই-জেনারেশন লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট–ইমপোর্ট কোম্পানি লিমিটেডের আইটি বিভাগ ও টগি সার্ভিসেস লিমিটেড। সম্মেলন চলাকালে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। ‘ট্রান্সফরমিং বাংলাদেশ উইথ ক্লাউড’ শিরোনামে সূচনা বক্তব্য দেবেন মাইক্রোসফট দক্ষিণ–পূর্ব এশিয়া নিউমার্কেটসের ব্যবস্থাপক সুক হুন চিয়াহ।

দিনব্যাপী সম্মেলনে আলোচনার বিষয় হিসেবে রয়েছে আধুনিক কর্মক্ষেত্র প্রতিষ্ঠায় মাইক্রোসফট ৩৬৫–এর ব্যবহার, সমস্যা সমাধানে ইন্টেলিজেন্ট বিজনেস অ্যাপ্লিকেশনের উন্নতর ব্যবহার এবং মাইক্রোসফট অ্যাজুর: দ্য ক্লাউড ফর আ মডার্ন বিজনেস।

সেমিনারের জন্য নিবন্ধন লিংক https://www.microsoftevents.com/profile/form/index.cfm?PKformID=0x6795921abcd