আজকের ডিলের পণ্য পৌঁছে দেবে পেপারফ্লাই

ই-কমার্স ওয়েবসাইট আজকের ডিল ও পেপারফ্লাইয়ের চুক্তি সই। ছবি: সংগৃহীত।
ই-কমার্স ওয়েবসাইট আজকের ডিল ও পেপারফ্লাইয়ের চুক্তি সই। ছবি: সংগৃহীত।

ই-কমার্স ওয়েবসাইট আজকের ডিল ডটকমের পণ্য দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করবে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ‘পেপারফ্লাই’। সেবা উন্নয়নে সম্প্রতি দ্বিপক্ষীয় একটি চুক্তি হয়েছে বলে পেপারফ্লাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজকের ডিলের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাসরুর এবং পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আজকের ডিলের প্রধান কারিগরি কর্মকর্তা রনি মণ্ডল, ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান সৈয়দ সৌরভ কবির, হিসাবরক্ষণ বিভাগের প্রধান রফিকুল ইসলাম এবং পেপারফ্লাইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

পেপারফ্লাইয়ের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি তাঁরা দেশের ৪ হাজার ৪৫৪টি ইউনিয়নে পণ্য বিলিকরণের সক্ষমতা অর্জন করেছেন, যা প্রতিনিয়ত সেবার মান উন্নয়নে ভূমিকা রাখছে। পণ্য বিলি ছাড়াও গুদাম এবং ফুলফিলমেন্ট সেবা দিয়ে থাকে পেপারফ্লাই। বিজ্ঞপ্তি