ক্যামেরায় জুতসই গ্যালাক্সি এ৭০

গ্যালাক্সি এ৭০
গ্যালাক্সি এ৭০

ক্যামেরার জায়গা দখল করেছে স্মার্টফোন। অনেকেই ভালো মানের ছবি তোলার জন্য ভালো স্মার্টফোনের খোঁজ করেন। এবারের ঈদে ভালো মানের ক্যামেরা ফোন হিসেবে বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ৭০। সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভে আসা, সুপার স্লো মোশন ও হাইপারল্যাপস ভিডিও ধারণ করার সুবিধা পাওয়া যায় এতে। স্যামসাং মোবাইল বাংলাদেশ সূত্রে জানা গেছে, নতুন এ সিরিজের ফোনগুলো দেশেই সংযোজন করে তারা।

স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের এ ফোনের পেছনে রয়েছে তিনটি ক্যামেরা সেটআপ। এর উল্লেখযোগ্য ফিচার হচ্ছে—এফ ২.২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। গ্রুপে ছবি তুলতে গেলে কিংবা ল্যান্ডস্কেপ ভিডিও ক্যাপচার করতে গেলে প্রায়ই অনেকে প্রশস্ত জায়গা নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন। এ সমস্যা দূর করতে ডিভাইসটিতে ১২৩ ডিগ্রির আলট্রাওয়াইড লেন্স যুক্ত করেছে স্যামসাং। এ ছাড়া এফ ১.৭ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেলের মূল লেন্স ছবিকে করে আরও বেশি প্রাণবন্ত। এফ ২.২ অ্যাপারচারের ৫ মেগাপিক্সেলের লাইভ ফোকাস দিয়ে পোর্ট্রেট ছবি তোলা যায় দুর্দান্ত। অন্যদিকে, সেলফিপ্রেমীদের ফোনটি ভালো লাগতে পারে। ফোনটির সামনে রয়েছে এ২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।

ডিসপ্লের দিক দিয়ে স্যামসাংয়ের নতুন এ স্মার্টফোন ভালো মানের। ফোনটির সুপার অ্যামোলেড ৬ দশমিক ৭ ইঞ্চির ফুলএইচডি প্লাস ইনফিনিটি-ইউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। হাই ডেফিনেশন ভিডিও স্ট্রিমিংয়ে দুর্দান্ত ডিসপ্লের অভিজ্ঞতা দিতে পারে এটি।

এ৭০ স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ অক্টাকোর প্রসেসর। ফোনটিতে রয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম। ফলে মাল্টিটাস্কিং হয় কোনো ল্যাগিং ছাড়াই। ফোনটিতে একই সময়ে জনপ্রিয় সব অ্যাপ ব্যবহার ও গেম খেলা যায় সহজেই।

ফোনে স্যামসাং ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড পাই ৯.০ ওএসভিত্তিক ভিন্নধর্মী ও দ্রুতগতির স্যামসাং ওয়ান ইউআই। স্যামসাং ওয়ান ইউআইয়ের বিশেষ দিক হচ্ছে এটি ফোনের ব্যাটারি খরচ করে কম। ইন্টারফেসটি সাজানো হয়েছে সৃজনশীলতার বিষয়টিকে মাথায় রেখে।

ফোনটির ব্যাটারি ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের। ২৫ ওয়াটের সুপার-ফাস্ট চার্জিংসহ ইউএসবি-সি সুবিধা পাওয়া যাবে এতে। ফোনটির দাম ৩৮ হাজার ৯৯০ টাকা। দেশের বাজারে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে স্যামসাং।