সাইবার জগতে সচেতনতার আহ্বান

‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’–এর আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি উদ্যোক্তাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত।
‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’–এর আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি উদ্যোক্তাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত।

সরকারের ডিজিটাল কার্যক্রম সম্পর্কে মানুষের কাছে তথ্য পৌঁছানোর উদ্যোগ নেওয়া জরুরি। এ ছাড়া সাধারণ মানুষকে সাইবার জগতে অপপ্রচার সম্পর্কে সচেতন থাকতে হবে। এ খাতে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ১২ মে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’–এর উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি উদ্যোক্তাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের উদ্যোগ ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’ মূলত স্বেচ্ছাসেবী ফোরাম। ফোরামের আহ্বায়ক লিয়াকত হোসাইন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ভিত্তিকে সুগঠিত করতে তাদের প্ল্যাটফর্ম কাজ করে যাচ্ছে।’ আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজ্জাদ হোসেন।

আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মুনাজ আহমেদ, বিটিআরসির সাবেক চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি সুব্রত সরকারসহ আমরাই ডিজিটাল বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য ও তথ্যপ্রযুক্তি খাতের ৩০০ জনের বেশি উদ্যোক্তা। বিজ্ঞপ্তি।