বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সাহায্য করবে ভারত

হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। ছবি: সংগৃহীত।
হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের হাইটেক পার্কগুলোয় বিনিয়োগসহ তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করবে ভারত। গতকাল মঙ্গলবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক মতবিনিময় সভায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এ কথা বলেন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

মতবিনিময় অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন অমীমাংসিত সমস্যার দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্যঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে। ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন জেলাপর্যায়ে হাইটেক পার্ক স্থাপন (১২টি জেলায়) প্রকল্পের বাস্তবায়ন চলছে। প্রকল্পের আওতায় নির্মিতব্য স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ১২টি জেলায় সাততলা (প্রতি তলা ১৫,০০০ বর্গফুট) মাল্টিটেনেন্ট ভবন নির্মাণ (স্টিল স্ট্রাকচার); ১২টি জেলায় তিনতলা (প্রতি তলা ৭,০০০ বর্গফুট) ক্যানটিন ও এমপি থিয়েটার ভবন (স্টিল স্ট্রাকচার); আটটি জেলায় তিনতলা (প্রতি তলা ৬,০০০ বর্গফুট) ডরমিটরি ভবন (আরসিসি স্ট্রাকচার) এবং ১২টি জেলায় ইলেকট্রো-মেকানিক্যাল কাজ। এ ছাড়া এই প্রকল্পের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে।

মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, আইসিটি বিভাগের বিভিন্ন দপ্তর সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকেরা উপস্থিত ছিলেন।