চুলের চেয়ে পাতলা চিপ

নমনীয় চিপ
নমনীয় চিপ

মানুষের চুলের চেয়ে পাতলা ও সরু নমনীয় চিপ উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। তিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের তৈরি এ চিপ অ্যানালগ সংকেত বাড়াতে পারে এবং প্রসেসরের সঙ্গে ব্লুটুথ যোগাযোগ ফাংশন যুক্ত করতে পারে। এ ধরনের চিপ যোগাযোগ ও চিকিৎসা খাতে ব্যবহৃত হতে পারে। গত সোমবার বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গবেষক দলের নেতৃত্বে থাকা অধ্যাপক ফেং শু বলেছেন, নমনীয় চিপের কাঠামো ২৫ মাইক্রোমিটারের চেয়েও পাতলা। চুলের চেয়েও পাতলা এসব চিপ জৈব ও অজৈব উপাদানে যুক্ত করা যাবে। যোগাযোগ ও চিকিৎসাপ্রযুক্তি, বুদ্ধিমান যন্ত্র বা আইওটি ডিভাইসে এ ধরনের চিপ ব্যবহার করা যাবে।

১৩ জুলাই চীনের ঝেজিয়াং প্রদেশে অনুষ্ঠিত ‘ফ্লেক্সিবল ইলেকট্রনিকস’–বিষয়ক আন্তর্জাতিক এক সম্মেলনে দুটি নমনীয় চিপ উদ্ভাবনের কথা জানান অধ্যাপক ফেং শুর নেতৃত্বাধীন গবেষক দল। ওই সম্মেলনে চীনসহ আন্তর্জাতিক পর্যায়ের ৬০০ বিশেষজ্ঞ অংশ নেন।