প্রতিষ্ঠানের জন্য অ্যাপে গাড়ি ভাড়া

প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনে গাড়ি ভাড়া নেওয়ার সুবিধা চালু করছে অ্যাপভিত্তিক আন্তজেলা রাইডশেয়ারিং সেবাদাতা ইজিয়ার টেকনোলজিস লিমিটেড। সম্প্রতি ‘করপোরেট কার-পুল সার্ভিস’ নামের একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ইজিয়ারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসভিত্তিক, পিক অ্যান্ড ড্রপ, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, দৈনিকভিত্তিকসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড সেবা দেবে ইজিয়ার। প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী গাড়ি, গাড়ির চালকসহ মাসিক চার্জের পাশাপাশি দৈনিক যেকোনো প্রতিষ্ঠান এক দিনের জন্য যেকোনো ধরনের সেবা নিতে পারবে। এ ছাড়া প্রয়োজনে কাস্টমাইজড সেবাও দেবে তারা।

ইজিয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, রাইডশেয়ারিং সেবা করপোরেট পর্যায়ে পৌঁছাতে নতুন সেবা চালু করা হয়েছে। বর্তমানে ইজিয়ার আন্তজেলা রাইডশেয়ারিং সেবা ও অ্যাপভিত্তিক জরুরি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে। করপোরেট ক্ষেত্রে তাঁদের সেবা সফল হবে বলে আশাবাদী তাঁরা।