অনলাইনে 'জীবিত' স্টিভ জবস

স্টিভ জবসের মতো দেখতে এ ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়েছে।
স্টিভ জবসের মতো দেখতে এ ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়েছে।

অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস কি এখনো বেঁচে আছেন? সন্দেহ প্রবণ তাত্ত্বিক বা কন্সপিরেসি থিওরিস্টদের কাছে স্টিভ জবস এখনো জীবিত আছেন। অনেকেই যেমন মাইকেল জ্যাকসন বা এলভিস প্রিসলিকে দেখার কথা বলেছেন। ইন্টারনেট জুড়ে অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতাকে ঘিরে এমনই ‘কন্সপিরেসি থিওরি’ ছড়িয়েছে। হুবহু স্টিভ জবসের মতো এক ব্যক্তির ছবি অনলাইনে ঘুরে বেড়াচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের তথ্য অনুযায়ী, গত ২৪ আগস্ট আহমেদ বাসিওয়ানি নামের এক ব্যক্তি ওই ছবিটি ফেসবুকে শেয়ার করেন। ছবিটি কার এবং কোথায় তোলা সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ছবিটির সঙ্গে স্টিভ জবসের হুবহু মিল রয়েছে। এমনকি তাঁকে খালি পায়ে বসে থাকতে দেখা গেছে। স্টিভ জবস প্রায়ই খালি পায়ে বসতেন। ছবিটি টুইটার, রেডিট, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়েই কন্সপিরেসি থিওরিস্টরা নানা তত্ত্ব প্রকাশ করছেন।

মৃত্যুর ৮ বছর পার হলেও অ্যাপলপ্রেমীদের মনে স্টিভ জবস এখনো জায়গা ধরে রেখেছেন। কয়েক মাস পরপরই স্টিভ জবসের স্মৃতিযুক্ত কোনো বস্তু নিলামে ওঠে। আজ স্টিভ জবসের সই করা একটি পোস্টার নিলামে উঠেছে। ২৫ হাজার মার্কিন ডলার থেকে এর নিলাম শুরু হবে। টয় স্টোরির ওই পোস্টারের নিচে স্টিভ জবসের সই রয়েছে।