মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল প্রথম আলো ডিজিটাল

বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯-এর ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেল প্রথম আলো ডিজিটাল। ভারত ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস ও সিএমও এশিয়া যৌথভাবে পুরস্কারটি দিয়েছে। হোটেল সোনারগাঁও, ঢাকা, ৮ সেপ্টেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন
বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯-এর ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেল প্রথম আলো ডিজিটাল। ভারত ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস ও সিএমও এশিয়া যৌথভাবে পুরস্কারটি দিয়েছে। হোটেল সোনারগাঁও, ঢাকা, ৮ সেপ্টেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯-এর ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেল প্রথম আলো ডিজিটাল। ভারতভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস ও সিএমও এশিয়া যৌথভাবে পুরস্কারটি দিয়েছে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ রোববার বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯ দেওয়া হয়। প্রথম আলো ডিজিটালের পক্ষে পুরস্কার গ্রহণ করে হেড অব ডিজিটাল বিজনেস এ বি এম জাবেদ সুলতান পিয়াস ও উপব্যবস্থাপক (বিক্রয়) কে এম আমিনুর রহমান।

মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পাশাপাশি বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯ ও বাংলাদেশ উইমেন লিডারস পুরস্কার দেওয়া হয়।

অগ্রণী ব্যাংক, রবি, রেডিসন ব্লু, সোনারগাঁও হোটেল, নোভারটিস বাংলাদেশ, এমজিএইচ গ্রুপ, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট, রিজেন্ট এয়ারওয়েজ, ফেডএক্স, আকিজ গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, কনকর্ড গ্রুপ, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ইগলু, পেনিনসুলা হোটেল, কুমারিকা, শারমিন গ্রুপ, আনোয়ার গ্রুপ অব কোম্পানিজ, আউটবক্স, মার্কস অ্যান্ড স্পেন্সারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমও এশিয়ার নির্বাহী পরিচালক অলক পণ্ডিত, ওয়ার্ল্ড সিএসআর ডে অ্যান্ড ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটির প্রতিষ্ঠাতা আর এল ভাটিয়া প্রমুখ।

প্রথম আলো ডিজিটালের অন্যতম সেবা হচ্ছে প্রথম আলো ডটকম। এটি বিশ্বের এক নম্বর বাংলা ভাষা ও বাংলাদেশি ওয়েবসাইট। এ ছাড়া দৈনিক প্রথম আলোর ছাপা কাগজের হুবহু অনলাইন সংস্করণ ই-প্রথম আলো ডটকম, অনলাইনে বই বিক্রির ই-কমার্স সাইট প্রথমা ডটকমসহ বেশ কিছু সেবা রয়েছে প্রথম আলো ডিজিটালের।