গ্রাফিক ডিজাইন বিষয়ে ওয়ার্কশপ

ঢাকা কলেজে গ্রাফিক ডিজাইন বিষয়ে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। ছবি: ক্রিয়েটিভ আইটির সৌজন্যে।
ঢাকা কলেজে গ্রাফিক ডিজাইন বিষয়ে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। ছবি: ক্রিয়েটিভ আইটির সৌজন্যে।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি গ্রাফিক ডিজাইনবিষয়ক কর্মশালার আয়োজন করে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি। কর্মশালায় ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষদের সম্ভাবনা ও গ্রাফিক ডিজাইনার পেশা সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন, অর্থনীতি বিভাগের প্রধান শামীম আরা বেগম প্রমুখ।

ক্রিয়েটিভ আইটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তি বিশ্বে দক্ষ জনসম্পদের চাহিদা রয়েছে। ক্রিয়েটিভ আইটি দক্ষতাসম্পন্ন প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে। সৃজনশীল পেশা গ্রাফিক ডিজাইনে কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।