আজকের ডিল ও এক্সট্রার মধ্যে চুক্তি

ই-কমার্স সাইট আজকের ডিল ও ডিজিটাল উপহারের প্ল্যাটফর্ম এক্সট্রার মধ্যে চুক্তি সই। ছবি: এক্সট্রার সৌজন্যে
ই-কমার্স সাইট আজকের ডিল ও ডিজিটাল উপহারের প্ল্যাটফর্ম এক্সট্রার মধ্যে চুক্তি সই। ছবি: এক্সট্রার সৌজন্যে

ই-কমার্স সাইট আজকের ডিল ও ডিজিটাল উপহারের প্ল্যাটফর্ম এক্সট্রার মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। এর আওতায় এক্সট্রা অ্যাপ ব্যবহারকারীরা উপহার অথবা পুরস্কার হিসেবে আজকের ডিল থেকে পছন্দের পণ্য বেছে নিতে পারবেন।

আজকের ডিলের পক্ষে প্রধান কারিগরি কর্মকর্তা রনি মণ্ডল ও এক্সট্রার পক্ষে প্রধান বিপণন কর্মকর্তা প্রজিত কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের ডিলের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর ও এক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আলম।

আজকের ডিল (ajkerdeal.com) দেশের অন্যতম ই-কমার্স প্লাটফর্ম হিসেবে অনলাইনে পছন্দের পণ্য ফরমাশের সুযোগ দেয়।

ডিজিটাল উপহারের প্ল্যাটফর্ম হিসেবে এক্সট্রা (xtragift.com) দেশের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের জন্য উপহার হিসেবে ডিজিটাল গিফট কার্ড দেয়। গিফট কার্ড ব্যবহার করে মার্চেন্ট আউটলেট বা আজকের ডিলের মতো ইকমার্স সাইটে থেকে কেনাকাটার সুযোগ দেয়।

এক্সট্রার উদ্যোক্তা মঞ্জুরুল আলম বলেন, এক্সট্রা উপহার গ্রহণকারী বা প্রাপককে পছন্দের দোকান বেছে নেওয়ার সুযোগ দেয়। অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশন থেকে করপোরেট উপহার পাঠানো, ভালোভাবে অনুসন্ধান সুবিধা রয়েছে। আজকের ডিলের মতো প্রতিষ্ঠান এখন এতে যুক্ত হয়েছে। বিজ্ঞপ্তি।